সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

ভিডিও | অমর একাদশের মূর্তি উন্মোচন

HEMRAJ ALI | ২১ ডিসেম্বর ২০২৩ ১৫ : ৫০


বৃহস্পতিবার ক্লাবতাঁবুতে ১৯১১ শিল্ডজয়ী মোহনবাগানের অমর একাদশের মূর্তি উন্মোচন হল। একঝাঁক তারকার মেলায় এই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখা হল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সৌরভ গাঙ্গুলি। ছিলেন অমর একাদশের পরিবারের সদস্যরা। এছাড়াও প্রাক্তন ফুটবলারদের মধ্যে ছিলেন নঈমুদ্দিন, প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, গৌতম সরকার, প্রদীপ চৌধুরী প্রমুখ। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লোপামুদ্রা এবং দেবারতি মুখোপাধ্যায়ও। ক্রীড়াক্ষেত্রের গণ্ডি পেরিয়ে সামাজিক অনুষ্ঠানে হিসেবে চিহ্নিত হয় এই উৎসব।
অমর একাদশের মূর্তি বানিয়েছেন রতন হালদার এবং প্রিয়বত হালদার । সম্পর্কে দুই ভাইই মোহনবাগান সমর্থক।
শুধু অমর একাদশের মূর্তি নয় , উদ্বোধন হল মোহনবাগান ক্লাবের নতুন স্মার্ট কার্ডেরও। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্রথম দুটি স্মার্ট কার্ড তুলে দিলেন সৌরভ গাঙ্গুলি ও অরূপ বিশ্বাসের হাতে। ১লা জানুয়ারি এই কার্ড নিতে পারবেন সবুজ মেরুন মেম্বাররা।




নানান খবর

সোশ্যাল মিডিয়া